আজ “মহান বিজয় দিবস” ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে এই দিনে বিজয় অর্জন করেছিল বাংলাদেশ। যেসব কীর্তিমান মানুষের আত্মত্যাগে এই বিজয় সম্ভব হয়েছিল, বিজয়ের দিনে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যেসব বীর মুক্তিযোদ্ধা নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে এ বিজয়কে অনিবার্য করে তুলেছিলেন, তাঁদের প্রতি সশ্রদ্ধ অভিবাদন জানাতে আজ পুষ্পস্তবক অর্পন করেন গণপূর্ত বিভাগ, ভোলা এর নির্বাহী প্রকৌশলী জনাব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্যার সহ অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস