“২৬শে মার্চ তুমি নও শুধু একটি তারিখ। নও একটি স্মৃতি চিহ্ন, তুমি লাখো শহীদের রক্তের প্রতিক। তুমি চির বঞ্চিতের হুংকার,আবার তুমিই দিয়েছো চির শান্তি, ৩০ লক্ষ শহীদ আত্মার।”
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস । ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে পাক হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। যেসব বীর মুক্তিযোদ্ধা নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে এ স্বাধীনতা অনিবার্য করে তুলেছিলেন, তাঁদের প্রতি সশ্রদ্ধ অভিবাদন জানাতে আজ পুষ্পস্তবক অর্পন করেন গণপূর্ত বিভাগ, ভোলা এর নির্বাহী প্রকৌশলী জনাব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্যার সহ অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS