বাংলাদেশসহ সারা বিশ্বে গৃহহীন মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে আজ সোমবার পালিত হচ্ছে ‘বিশ্ব বসতি দিবস-২০২০’। মানুষের অন্যতম মৌলিক অধিকার আবাসন নিশ্চিতকরণসহ বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৮৬ সাল থেকে সারা বিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়ে আসছে। এ বছরও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘সবার জন্য আবাসন : ভবিষ্যতের উন্নত নগর’। প্রতি বছর এ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়ে থাকলেও এ বছর করোনা মহামারীর কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
আজ ৫ই অক্টোবর ২০২০ ইং ভোলা জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ ভোলা এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন গণপূর্ত বিভাগ ভোলা এর নির্বাহী প্রকৌশলী জনাব কাজী শরীফ উদ্দিন আহমেদ , প্রধান অতিথি ছিলেন ভোলা জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মহোদয় সহ অন্যান্য সকল গুরুত্ত্বপূর্ন সরকারী প্রতিষ্ঠানের নির্বাহীগণ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS